কোরিয়া থেকে ৪২০ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
নেপালকে উড়িয়ে সেমির পথে টাইগার যুবারা
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
‘বাংলাদেশের সব অর্জনের সঙ্গে জিয়া পরিবার জড়িত’
- আপডেট সময় ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে যতগুলো সাফল্য অর্জিত হয়েছে, সেই অর্জনের পেছনে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের অবদান রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে শুরু করে লড়াই করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি দলের দিক থেকে বা দেশের বাইরে অনেক রাষ্ট্রনেতা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি নেত্রীর জন্য দোয়া করছেন। তারা উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন এবং বাংলাদেশের মজলুম মানুষের জন্য আবারও কাজ করার তৌফিক দান করেন। বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবালের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঞা, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাকির হোসেন আকন্দ, হারুন অর রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাব উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর (মাস্টার), বেলাবো উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট
























