, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী Logo ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার Logo সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা Logo পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম Logo সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি Logo কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের Logo এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা Logo গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা ফাওজুল কবির

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “নেভাল সিরাজের মৃত্যুর পেছনে তার ভিন্ন মতামত ছিল। আমরা এই ভিন্নতাকে স্বীকৃতি ও প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ একটি বহুভাবের দেশ এবং বিভিন্ন ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে এবং বিভিন্ন মতামতকে গ্রহণ করবে। এই মতভেদে কেউ যেন অসুবিধায় পড়েন না এবং কেউ যেন হত্যার শিকার না হন, সেজন্য আমরা সচেতন থাকব।” শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) সড়ক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাই বলেন। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, “আপনাদের উচিত একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। যার যা মত বা দলই হোক না কেন, জয়ী যারা হবে আমরা তাদের পাশে থাকব। কাউকে যেন ভোট কেন্দ্র দখল বা বাধা দেয়ার সুযোগ না দেয়া হয়। একটি সুষ্ঠু নির্বাচন হলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাবো। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দীর্ঘস্থায়ী করা উচিত নয়। একে অপরের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে মুক্তির পথ বন্ধ হয়ে যাবে। একত্রিত হলে আমাদের সব কালো ছায়া দূর হবে। এমনও মুক্তিযোদ্ধা আছেন, যাদের মায়েরই বিয়ে হয়নি, তবুও তারা মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পেয়েছেন। আদালতে একটি বেঞ্চ গঠন করা হয়েছে, আশা করি রায়ের মাধ্যমে এই সংকটের সমাধান হবে।” সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই-আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এর আগে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) কবর জিয়ারত করেন অতিথিরা। এরপর সভা শেষে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটির নামফলক উন্মোচন করেন অতিথিরা, যা বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের নামে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা ফাওজুল কবির

আপডেট সময় ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “নেভাল সিরাজের মৃত্যুর পেছনে তার ভিন্ন মতামত ছিল। আমরা এই ভিন্নতাকে স্বীকৃতি ও প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ একটি বহুভাবের দেশ এবং বিভিন্ন ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে এবং বিভিন্ন মতামতকে গ্রহণ করবে। এই মতভেদে কেউ যেন অসুবিধায় পড়েন না এবং কেউ যেন হত্যার শিকার না হন, সেজন্য আমরা সচেতন থাকব।” শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) সড়ক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাই বলেন। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, “আপনাদের উচিত একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। যার যা মত বা দলই হোক না কেন, জয়ী যারা হবে আমরা তাদের পাশে থাকব। কাউকে যেন ভোট কেন্দ্র দখল বা বাধা দেয়ার সুযোগ না দেয়া হয়। একটি সুষ্ঠু নির্বাচন হলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাবো। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দীর্ঘস্থায়ী করা উচিত নয়। একে অপরের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে মুক্তির পথ বন্ধ হয়ে যাবে। একত্রিত হলে আমাদের সব কালো ছায়া দূর হবে। এমনও মুক্তিযোদ্ধা আছেন, যাদের মায়েরই বিয়ে হয়নি, তবুও তারা মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পেয়েছেন। আদালতে একটি বেঞ্চ গঠন করা হয়েছে, আশা করি রায়ের মাধ্যমে এই সংকটের সমাধান হবে।” সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই-আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এর আগে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) কবর জিয়ারত করেন অতিথিরা। এরপর সভা শেষে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটির নামফলক উন্মোচন করেন অতিথিরা, যা বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের নামে রাখা হয়েছে।


প্রিন্ট