শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী এলাকা থেকে ৮৯টি কার্টনে অবৈধভাবে আনা ৬ হাজার ৪০৬টি ভারতীয় সাবান উদ্ধার করেছে বিজিবি। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কর্ণজোড়া সীমান্তের বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকার গোলাম রব্বানীর বাড়ির খড়ের গাদার নিচ থেকে এসব সাবান সংগ্রহ করা হয়। বিজিবি জানায়, জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন সূত্রে খবর পাওয়ার পরে আজ বিকেলে কর্ণজোড়া সীমান্তের বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে গোলাম রব্বানীর বাড়ির খড়ের গাদার মধ্যে থেকে এসব সাবান জব্দ করা হয়। তবে অভিযানের সময়ই চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এসব সাবান আনা হয়েছিল এবং নিজেদের বাড়িতে মজুদ ছিল। জব্দকৃত সাবানের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৮৪ হাজার ৩৬০ টাকা। বিজিবির কর্ণজোড়া বিওপির সুবেদার ফুল মিয়া বলেন, জব্দকৃত সাবান উদ্ধার করে বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং যারা জড়িত তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।