হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম
নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন সিদ্ধান্ত
সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি
বিয়ের প্রথম বছরেই ‘ইচ্ছার বাইরে’ গর্ভবতী ৭৩ শতাংশ নারী
যশোর হাসপাতালের সামনে থেকে চাকুসহ যুবক আটক
নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা
- আপডেট সময় ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কুরআন মাহফিলে বক্তা বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রোববার (৭ ডিসেম্বর) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে অনুষ্ঠিত মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার নাম মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। ফরিদুল আড়াই বছরের একমাত্র পুত্রের বাবা। জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে ভাষণ শুরু করেন গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমির ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্যের কিছু সময় পর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, এরপর রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু ঘটে। সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমির ধর্মীয় শিক্ষক ও ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।
প্রিন্ট























