ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী
- আপডেট সময় ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া বলেছেন, হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায্য বিচারকে প্রতীক করে এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায়ের প্রতিষ্ঠা হবে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার জনসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেলপথের উন্নয়ন হবে। একবার সুযোগ পেলেই দেশের চেহারা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি দাবি করেন, অতীতে জামায়াতের বিভিন্ন নেতা-মন্ত্রী বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। রুহুল আমীন ভূইয়ার ভাষ্য, একদল ক্ষমতাহীন হলে অন্য দল ক্ষমতায় এসেই বিভিন্ন স্থাপনা দখল করে নেয়। তিনি বলেন, দেশে মাদক প্রবেশের সুযোগ নেই এবং জুলাই সনদ বাস্তবায়নে “হ্যাঁ” ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান। আরও বলেন, রাজনীতি একসময় পবিত্র ছিল, কিন্তু অনেকের তা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। ভারতের কথা না শোনায় কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ফাঁসির আদেশ হলেও জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেন। আলোচনা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুস, নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট জহির আলম, জয়নাল আবেদীন, আহসান উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
প্রিন্ট


























