টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ২ প্রার্থী
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত
মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
- আপডেট সময় ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
পাবনায় রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার হয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উভয়ই গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নির্বাচনী প্রচারে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু সংবাদমাধ্যমকে বলেন, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বিখ্যাত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে যোগ দেওয়ার সময় এই দুর্ঘটনায় পড়েন। আটঘরিয়া থেকে আসা একটি ট্রাক দ্রুত গতিতে তাদের বহনকারী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। ফলে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং হাবিবুর রহমান হাবিব মারাত্মকভাবে আহত হন। তবে প্রাইভেটকারের চালক ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা খুবই গুরুতর। পরে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। বিপুল হোসেন বুদু আরও জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রাণে বেঁচে ফিরেছেন। তিনি আহতদের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা চান।
প্রিন্ট





















