ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে যত খেলা
বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার
- আপডেট সময় ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিন নামের এক কারিগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন দুর্গম একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গোপনে দেশীয় অস্ত্র তৈরি হত। গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে অভিযানের সময় নুর উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পাশাপাশি, ৭ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মুনু মিঝির বাড়ির পাশের ঝোপ থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে ডিবি। উদ্ধার হওয়া অস্ত্রগুলোও নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি বলে পুলিশ জানায়। গোয়েন্দা পুলিশের দাবি, ঘটনাটির পরপরই নুর উদ্দিনকে ধরতে অভিযান চালানো হয় এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রিন্ট






















