ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
এনসিপি থেকে ৪০ নেতাকর্মীর পদত্যাগের হুঁশিয়ারি
- আপডেট সময় ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
অনিয়মের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) ভোলা জেলা শাখার নবগঠিত ৭২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিতের জন্য আহ্বান জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তৃণমূলের প্রাধান্য দিয়ে গঠিত কমিটি পুনর্গঠনের দাবি তুলেছেন। যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হয়, তাহলে একযোগে ৪০ জন নেতাকর্মী পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় এনসিপির ভোলা জেলা শাখার ব্যানারে জেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত। এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোলা জেলা এনসিপির সদ্য ঘোষণা করা আহ্বায়ক কমিটি প্রকাশের পরপরই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনিয়ম ও অবিচারের অভিযোগে অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জান পদত্যাগ করেছেন, আরও প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে আমাদের আপত্তি ও অভিযোগ হলো— তৃণমূলকে উপেক্ষা করে মনগড়া কমিটি ঘোষণা করা হয়েছে এবং কমিটি ঘোষণার আগে কোনো আলোচনা বা মতামত নেওয়া হয়নি। কমিটির ২০ জন সদস্য আমাদের তৃণমূলের পরিচিত নন, যা সম্পূর্ণ মনগড়া এবং বিচ্ছিন্ন সিদ্ধান্ত। এছাড়া যোগ্য ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরে পরিশ্রম করা পরীক্ষিত ও সাংগঠনিকভাবে তৎপর নেতাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন হয়নি। তদবির, ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে—ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাব খাটিয়ে কমিটি তৈরি করা হয় যা সম্পূর্ণ অনৈতিক ও দলবিরোধী। ইয়াসির আরাফাত বলেন, কেন্দ্রীয় নীতিমালা ও বিধিমালা স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। কমিটিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা প্রকাশ্যে এনিসিপির বিরোধিতা করছে। আমরা চাই, ঘোষিত কমিটি স্থগিত করে পুনর্গঠন করা হোক। কেন্দ্র যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানে, তবে ৪০ জন সদস্য পদত্যাগ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, তাজিম রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, কোষাধ্যক্ষ হাফেজ মো. জহিরুল ইসলাম, সদস্য নাসরিন জাহান হাবিব, সবুজ মিয়া, লিমন সুজন, আলাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্য সচিব করে ৭২ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
প্রিন্ট


























