, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁর মহাদেবপুরে শিশু শিক্ষার্থী নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার Logo শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৩৬ দিন লেগেছে আপনাদের সরাতে ৩৬ মিনিট ও লাগবেনা – মানববন্ধনে বক্তারা Logo নওগাঁর মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২ Logo নওগাঁয় বিদ্যুতের কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু Logo নওগাঁয় ধর্ষন ও আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে শিক্ষাথীদের মানববন্ধন Logo নওগাঁয় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নওগাঁয় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি Logo সালাহউদ্দিন ছাড়া সকল উপদেষ্টা অপদার্থ- মিনু Logo নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ Logo সৌদি, ওমান ও কাতার যেতে আগ্রহীদের জন্য সুখবর
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৬৭ বার পড়া হয়েছে

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে রাজারহাট, উলিপুর এবং চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদী প্রায় শুকিয়ে যায়। অন্যদিকে বর্ষায় উজানের পানি নদীর তীরে বন্যা এবং ভাঙন সৃষ্টি করে। এর ফলে তিস্তাপারের মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “তিস্তা নদীর সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পন্ন করা এবং তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ বজায় রাখতে জলাধার নির্মাণের প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “নদীভাঙন ও বন্যার ফলে ভূমি-গৃহহীন এবং মৎস্যজীবী মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তিস্তাপারের কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষি সমবায় গড়ে তোলা এবং মহাপরিকল্পনায় ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং অন্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা তিস্তা নদী ও এর উপশাখাগুলোর সংযোগ পুনঃস্থাপন, নৌ চলাচল চালু এবং ভাঙন প্রতিরোধে টেকসই পরিকল্পনার দাবিও করেন। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন তিস্তাপারের মানুষদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। বক্তারা সরকারের কাছে বিষয়টি দ্রুত কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

আপডেট সময় ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে রাজারহাট, উলিপুর এবং চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদী প্রায় শুকিয়ে যায়। অন্যদিকে বর্ষায় উজানের পানি নদীর তীরে বন্যা এবং ভাঙন সৃষ্টি করে। এর ফলে তিস্তাপারের মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “তিস্তা নদীর সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পন্ন করা এবং তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ বজায় রাখতে জলাধার নির্মাণের প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “নদীভাঙন ও বন্যার ফলে ভূমি-গৃহহীন এবং মৎস্যজীবী মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তিস্তাপারের কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষি সমবায় গড়ে তোলা এবং মহাপরিকল্পনায় ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং অন্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা তিস্তা নদী ও এর উপশাখাগুলোর সংযোগ পুনঃস্থাপন, নৌ চলাচল চালু এবং ভাঙন প্রতিরোধে টেকসই পরিকল্পনার দাবিও করেন। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন তিস্তাপারের মানুষদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। বক্তারা সরকারের কাছে বিষয়টি দ্রুত কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।


প্রিন্ট