ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
কিশোরগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর রিকশা শোডাউন
- আপডেট সময় ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের দলটির প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থনে এক রঙিন রিকশা শোডাউন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর বারোটায় জেলা শহরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয় এই রিকশা প্রতীকী যাত্রা। শোডাউনে অংশ নেয় শহরের পুরানথানা, গৌরাঙ্গ বাজার, গাইটাল বাসস্ট্যান্ড রোড, বড়পুল, রশিদাবাদ, সগড়া, পুরাতন জেলখানা মোড়, আখড়া বাজার, রথখোলা, জাহাঙ্গীর মোড়, বত্রিশ, তারাপাশা, স্টেশন রোড ও শোলাকিয়া ময়দানে সমাপ্তি ঘটে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিলিত হয়ে শহরকে উৎসবের আবহে রাঙিয়ে তোলে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোডাউনটি ধীরে ধীরে জনস্রোতে পরিণত হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের মতে, পাঁচ শতাধিক রিকশা অংশ নেওয়ায় পুরো শহর যেন এক উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শোডাউনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিকশা মার্কার প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী সাহেবকে বিজয়ী করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। শোডাউনের শেষে মুফতি হেদায়েতুল্লাহ হাদী বলেন, যদি তিনি নির্বাচিত হন, তাহলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের সার্বিক উন্নয়ন, জনসেবা ও নানা সমস্যা সমাধানে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন। তিনি আরও বলেন, কিশোরগঞ্জকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও উন্নত শহরে রূপান্তরিত করাই তার দলের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, মাদক নির্মূলের জন্য বিশেষ অভিযান চালানো হবে, প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব গঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে সচেতনতা কার্যক্রম চালানো হবে। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, সিনিয়র সহ সভাপতি আব্দুল মোমেন শের জাহান, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মাওলানা মিসবাহ উল হক্ব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোকাররম হুসাইন, সহ সভাপতি মো. মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ্ প্রমুখ।
প্রিন্ট


























