সংবাদ শিরোনাম :










নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়
সাতক্ষীরায় অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
- আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনলা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টায় গাংড়ামারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাংড়ামারি এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) ও সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা ও শ্যামনগর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসীদের আটক করা হয়। পরে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট
ট্যাগস
অস্ত্র তৈরি সরঞ্জাম ককটেল উদ্ধার কোস্টগার্ড অভিযান গাবুরা অভিযান পাইপ গান উদ্ধার শ্যামনগর অস্ত্র উদ্ধার শ্যামনগর থানা সন্ত্রাস দমন অভিযান সাতক্ষীরা সন্ত্রাসী আটক সাতক্ষীরা সংবাদ