কোরিয়া থেকে ৪২০ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
নেপালকে উড়িয়ে সেমির পথে টাইগার যুবারা
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
ঘিওরে নদীতে উল্টে পড়ল সারবোঝাই ট্রাক
- আপডেট সময় ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে উল্টে পড়েছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার সার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঘিওর বাজারের পাশের কুস্তা বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকে প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা সার ছিল বোঝাই। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সার নিয়ে ট্রাকটি ঘিওর বাজারের দিকে রওনা হয়। কিন্তু চালক মূল সড়ক না ব্যবহার করে ভুলবশত এক ঝুঁকিপূর্ণ ও সরু রাস্তা দিয়ে বাজারে প্রবেশের চেষ্টা করেন। এই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াজেদ আলী বলেন, চালকের অদক্ষতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণত বড় যানবাহন চলাচল করে না। যদি সতর্ক থাকতেন, তাহলে এত বড় ক্ষতি হত না। স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, ঘিওর কুস্তা বন্দর গরুহাট সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে বড় যানবাহন চলাচল না করায় আগেও দুর্ঘটনার আশঙ্কা ছিল। অন্যদিকে, ঘিওর থানার ওসি মীর মাহাবুব বলেন, দুর্ঘটনায় কোন প্রাণহানি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নদী থেকে নষ্ট হওয়া সার উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
প্রিন্ট
























