ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে যত খেলা
বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
দেশে ফিরতে চান অভি
- আপডেট সময় ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ট্রাভেল পারমিটের জন্য আবেদন করার প্রায় এক মাস পার হয়ে গেলেও কানাডায় অবস্থানরত এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি দেশে ফিরতে পারছেন না। এ বিষয়ে হতাশা প্রকাশ করে অভি বলেন, “আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে।” রোববার (১৪ ডিসেম্বর) দেশ টিভির প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, ১৪ নভেম্বর দূতাবাসে নির্ধারিত ফর্ম পূরণ করে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যোগাযোগ করলে তারা জানিয়েছেন, ‘উচ্চপর্যায়ের সিদ্ধান্ত’ আসেনি। অভি বলেন, “নিজের দেশে ফিরতে চাই। এখানে উচ্চপর্যায়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, এমন কিছু নেই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে দেশে ফেরার পরে ব্যবস্থা নেওয়া সম্ভব।” যদি নির্বাচনের ব্যাপারে সমস্যা থাকে, তাও জানাতে বললেন তিনি। অভি বললেন, “আমি দেশে ফিরতে আগ্রহী। প্রয়োজন হলে নির্বাচন করব না। আমার মূল লক্ষ্য হলো দেশে ফিরে আসা।” তিনি বলেন, “দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট পাওয়া আমার সাংবিধানিক নাগরিক অধিকার। আমি আশা করছি, এই অধিকার থেকে বিভ্রান্তি করে কেউ যেন রাজনীতি না করে। বাংলাদেশে কিছুই গোপন থাকে না।” অভি জানান, তার নামে ইস্যুকৃত বাংলাদেশি পাসপোর্টটির মেয়াদ ২০০৬ সালে শেষ হয়ে গেছে। তখন বেশ কয়েকবার নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন। কিন্তু অটোয়ায় বাংলাদেশ দূতাবাস তার পাসপোর্ট নবায়ন করেনি। এ বিষয়ে তার আইনজীবী ২০১০ সালে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। ২০১৪ সালের ৪ এপ্রিল হাইকোর্ট সরকারকে নির্দেশ দেয়, তাকে দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করতে। যদিও ১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই নির্দেশ পাঠানো হয়, তবুও দূতাবাস তার (অভি) নামে ট্রাভেল পারমিট ইস্যু করেনি। উল্লেখ্য, প্রায় দুই যুগ ধরে দেশের বাইরে থাকা গোলাম ফারুক অভি নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৯০ সালে দলীয় কোন্দলে ছাত্রদল থেকে বহিষ্কৃত হন। ১৯৯৬ সালে জাতীয় পার্টির (আনোয়ার হোসেন মঞ্জুরের) বাইসাইকেল প্রতীক নিয়ে বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে দেশ ত্যাগ করেন তিনি। এরপর থেকে কানাডায় বসবাস করে আসছেন। দেশের বাইরে থাকলেও উজিরপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রিন্ট






















