, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জয়পুরহাটে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আ. মমিন মোল্লা নামে এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে। এই ঘটনার ফলে শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার পাকারমাথা-বটতলী রোডে এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত আ. মমিন মোল্লা জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেন মোল্লার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে, রোববার দুপুরে বটতলী থেকে পাকারমাথার দিকে একটি খাদ্যবাহী ট্রাক আসছিল। একই সময়ে পাকারমাথা থেকে বটতলীর দিকে তিনজন যাত্রীসহ একটি ভ্যান যাচ্ছিল। পথে একটি রাইস মিলের সামনে ট্রাক ও ভ্যানের মধ্যে ধাক্কা লাগলে এই ঘটনা ঘটে। এর ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনা থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আ. মমিন মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জয়পুরহাট থানার এসআই মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে হাসপাতালে গিয়ে জানা যায়, ভ্যানচালক মারা গেছেন। আহত শিশুসহ তিনজনের চিকিৎসা চলমান রয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়নি।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

আপডেট সময় ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আ. মমিন মোল্লা নামে এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে। এই ঘটনার ফলে শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার পাকারমাথা-বটতলী রোডে এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত আ. মমিন মোল্লা জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেন মোল্লার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে, রোববার দুপুরে বটতলী থেকে পাকারমাথার দিকে একটি খাদ্যবাহী ট্রাক আসছিল। একই সময়ে পাকারমাথা থেকে বটতলীর দিকে তিনজন যাত্রীসহ একটি ভ্যান যাচ্ছিল। পথে একটি রাইস মিলের সামনে ট্রাক ও ভ্যানের মধ্যে ধাক্কা লাগলে এই ঘটনা ঘটে। এর ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনা থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আ. মমিন মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জয়পুরহাট থানার এসআই মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে হাসপাতালে গিয়ে জানা যায়, ভ্যানচালক মারা গেছেন। আহত শিশুসহ তিনজনের চিকিৎসা চলমান রয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়নি।


প্রিন্ট