কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর গলা থেকে ছিনিয়ে নেওয়া সোনার চেইন উদ্ধারসহ তিন নারী ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধইলাখাল গ্রামের বাসিন্দা আমেনা বেগম, খাদিজা আক্তার সাথী ও সালমা বেগম। ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বর্ণা আক্তারের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার পর তিনি তাৎক্ষণিক রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ সন্দেহভাজন তিন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সোনার চেইনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্বর্ণা আক্তার বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক তিন নারীকে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, “যাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তিন নারী ছিনতাইকারীকে আটক করেছি এবং চেইন উদ্ধার করেছি। পুলিশের এমন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”