, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী Logo ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার Logo সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা Logo পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম Logo সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি Logo কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের Logo এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা Logo গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় আহত হয়েছেন বাংলাদেশি নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। গ্রেনেডের বিভিন্ন স্প্লিন্টার তার ডান হাত ও ডান পায়ে আঘাত করেছে। বর্তমানে তিনি সুদানের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। চুমকি আক্তার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকার কৃষক আব্দুল হামিদ ও জহুরা বেগমের কন্যা। তিনি চার বোনের মধ্যে সবার ছোট। মাত্র ৩৬ দিন আগে, অর্থাৎ চলতি বছরের ৭ নভেম্বর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে সুদানে যান তিনি। হামলার সময় একটি গ্রেনেডের বিস্ফোরণে তার শরীরে স্প্লিন্টার আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে প্রায় ৭০০ কিলোমিটার দূরের এক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলমান। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়মিত নিচ্ছেন পরিবার। চুমকি আক্তারের স্বামী মো. ইকরামুল হোসেন নিজেও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান, দুই বছর বয়সী ইব্রাহিম আরাবি। শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে যান চুমকি। জহুরা বেগম, চুমকির মা, কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই। চার মেয়ের মধ্যে চুমকি সবচেয়ে ছোট। তার ডান হাত ও পায়ে আঘাত লেগেছে। এত দূরের দেশে হাসপাতালে ভর্তি থাকায় এই দুশ্চিন্তা সহ্য করা খুব কষ্টের। সবাই যেন চুমকির দ্রুত সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া করেন। আইএসপিআর সূত্রে জানা যায়, সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ওই ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চুমকি আক্তারও রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

আপডেট সময় ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় আহত হয়েছেন বাংলাদেশি নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। গ্রেনেডের বিভিন্ন স্প্লিন্টার তার ডান হাত ও ডান পায়ে আঘাত করেছে। বর্তমানে তিনি সুদানের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। চুমকি আক্তার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকার কৃষক আব্দুল হামিদ ও জহুরা বেগমের কন্যা। তিনি চার বোনের মধ্যে সবার ছোট। মাত্র ৩৬ দিন আগে, অর্থাৎ চলতি বছরের ৭ নভেম্বর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে সুদানে যান তিনি। হামলার সময় একটি গ্রেনেডের বিস্ফোরণে তার শরীরে স্প্লিন্টার আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে প্রায় ৭০০ কিলোমিটার দূরের এক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলমান। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়মিত নিচ্ছেন পরিবার। চুমকি আক্তারের স্বামী মো. ইকরামুল হোসেন নিজেও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান, দুই বছর বয়সী ইব্রাহিম আরাবি। শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে যান চুমকি। জহুরা বেগম, চুমকির মা, কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই। চার মেয়ের মধ্যে চুমকি সবচেয়ে ছোট। তার ডান হাত ও পায়ে আঘাত লেগেছে। এত দূরের দেশে হাসপাতালে ভর্তি থাকায় এই দুশ্চিন্তা সহ্য করা খুব কষ্টের। সবাই যেন চুমকির দ্রুত সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া করেন। আইএসপিআর সূত্রে জানা যায়, সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ওই ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চুমকি আক্তারও রয়েছেন।


প্রিন্ট