কোরিয়া থেকে ৪২০ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
নেপালকে উড়িয়ে সেমির পথে টাইগার যুবারা
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- আপডেট সময় ৭ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে নিন্মআয়ের শ্রমজীবীরা। জীবিকার খাতিরে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে হাড়কাঁপানো ঠাণ্ডার কারণে তারা চরম কষ্টের শিকার হচ্ছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। এর আগের দিন রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এর পাশাপাশি, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), তখন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে। তিনি আরও জানান, আসন্ন দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রিন্ট
























