চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রের এক চালান বাজেয়াপ্ত করেছে বিজিবি। এসময় চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) ভোর ৯টায় শিবগঞ্জ উপজেলার মনোহরপুর বিওপি’র গোপালপুর এলাকার একটি বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলির ঘটনায় সীমান্ত ও দায়িত্বপ্রাপ্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা অবৈধভাবে অস্ত্র সীমান্ত দিয়ে আনার পরিকল্পনা করছিল। এর পাল্টা পদক্ষেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপি’র দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে পালিয়ে যাওয়াদের ফেলে যাওয়া এক ব্যাগ তল্লাশি করে যুক্তরাষ্ট্রে তৈরি চারটি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও চব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।