স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ‘ন্যাড়া’ আরিফিন শুভ, ঢাকাই সিনেমায় কি তিনিই প্রথম
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস
বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের নতুন একটি কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এই কূপের খনন সম্পন্ন হলে প্রতিদিন কমপক্ষে ১৫ মিলিয়ন (এক কোটি পঁইশ হাজার) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ক্ষেত্রের ‘সি’ অঞ্চলে নতুন ২৮ নম্বর কূপের খনন উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব। এ ব্যাপারে জানা গেছে, ২০১২ সালে গ্যাস অনুসন্ধানের জন্য তিতাস গ্যাস ক্ষেত্রের ‘সি’ অঞ্চলে জরিপ চালানো হয়। পরে ২০২০ সালে ওই জরিপের রিপোর্ট মূল্যায়ন করে বিজিএফসিএল নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করে। এই প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের কামতা গ্যাস ক্ষেত্রেও একটি কূপ খনন করা হবে। তিতাস ও কামতা ক্ষেত্রের মোট চারটি কূপের খননে ব্যয় হবে প্রায় এক হাজার দুইশো কোটি টাকা। খনন শেষে প্রতিদিন জাতীয় গ্রিডে আনুমানিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানানো হয়েছে। তিতাসের ২৮ নম্বর কূপের খনন কাজ করছে একটি চীনা সংস্থা। এই কাজ শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। খনন উদ্বোধন অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, ইতোমধ্যে বিজিএফসিএল পরিচালিত গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নতুন কূপ খনন ও ওয়ার্কওভারে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কমে যাবে। পাশাপাশি তিতাসের ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপ খননের পরিকল্পনাও নেয়া হয়েছে। জ্বালানি চাহিদা পূরণের জন্য পেট্রোবাংলা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানি সচিব মোজাহার আলী, তিতাস ও মেঘনা ক্ষেত্রের চারটি কূপ খনন প্রকল্পের পরিচালক একেএম জসিম উদ্দিনসহ অন্যরা।
প্রিন্ট

























