দেশব্যাপী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ এর অংশ হিসেবে যশোরে এক রাতের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান চালানো হচ্ছে দেশের শান্তিপূর্ণ নির্বাচন, আইনশৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখা ও সন্ত্রাস দমন করার জন্য। সোমবার (১৫ ডিসেম্বর) রাতের মধ্যে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, শহরের সার্কিট হাউস এলাকার কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শরীফ আব্দুল্লাহ আল মারুফ পিয়াল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেল, সদরের পাগলদহ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে কিশোর গ্যাং সদস্য ও আলিফ হোসেনকে জেলা ডিবি ও কোতয়ালী থানার পুলিশ আটক করে। তদ্ব্যতীত, জেলার বিভিন্ন থানার এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়। ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ এর অভিযানে চৌগাছা থানায় ১ জন, শার্শা থানায় ১ জন, কেশবপুর থানায় ১ জন, অভয়নগর থানায় ২ জন, মনিরামপুর থানায় ৪ জন, বাঘারপাড়া থানায় ২ জন, বেনাপোল পোর্ট থানায় ১ জন ও জেলা ডিবি পুলিশের সদস্য ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলাজুড়ে সারারাত পুলিশি উপস্থিতি ও টহল অব্যাহত ছিল। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ এর কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল সংস্থা নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।