, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র‍্যালি Logo বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন Logo সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত Logo চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে  ইউপি চেয়ারম্যানের মৃত্যু Logo সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক Logo পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা Logo পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা Logo খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার Logo নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জামায়াত শুধু মুখে নয়, অন্তরে স্বাধীনতাকে ধারণ করে: মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • / ৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা শুধু কথায় নয়, অন্তর থেকে স্বাধীনতার মানসিকতা ধারণ করি। সত্যিকার দেশপ্রেমের অর্থ সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতা। জামায়াতে ইসলামী’র কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ নেই। এটি দেখিয়ে দেয় প্রকৃত স্বাধীনতার আদর্শ কী এবং আসল দেশপ্রেম কারা বোঝে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের উপলক্ষে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার আয়োজনের বিজয় র‌্যালির পর তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, দেশের স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও আমরা সেই স্বপ্নের মতো একটি বৈষম্যহীন ও শোষণ মুক্ত দেশ গঠন করতে পারিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিলাম, ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সর্বশেষ ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আরেকটি গণঅভ্যুত্থান সফল হয়। তবে, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। তিনি আরও বলেন, প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের একটাই দাবি ছিল—বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, মর্যাদাপূর্ণ, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে। জামায়াতে ইসলামী’র এই প্রার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ শোধ করতে চাইলে, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো, যারা মুখে স্বাধীনতার চেতনার কথা বলে, তারা আসলে তা অন্তরে ধারণ করে না। অতীতে যারা এই চেতনার কথা বলে আসছিল, তাদের অনেকেই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত ও সন্ত্রাসী হয়ে গেছে। মাসুদ সাঈদী বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা শুধু মুখে স্বাধীনতার কথা বলত, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল দুর্নীতিবাজ। জামায়াতে ইসলামী শুধুমাত্র মুখে স্বাধীনতার কথা বলে না, তারা তা অন্তরে ধারণ করে। যদি আমরা সবাই একসঙ্গে একত্রিত হতে পারি, তবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সৈনিকরা ও জুলাই যোদ্ধারা এই দেশের গর্বের সন্তান। তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে নতুন যোদ্ধা তৈরি হবে না। হাদির ওপর হামলা কোনো ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসাহাক আলী খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

জামায়াত শুধু মুখে নয়, অন্তরে স্বাধীনতাকে ধারণ করে: মাসুদ সাঈদী

আপডেট সময় ৬ ঘন্টা আগে

জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা শুধু কথায় নয়, অন্তর থেকে স্বাধীনতার মানসিকতা ধারণ করি। সত্যিকার দেশপ্রেমের অর্থ সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতা। জামায়াতে ইসলামী’র কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ নেই। এটি দেখিয়ে দেয় প্রকৃত স্বাধীনতার আদর্শ কী এবং আসল দেশপ্রেম কারা বোঝে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের উপলক্ষে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার আয়োজনের বিজয় র‌্যালির পর তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, দেশের স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও আমরা সেই স্বপ্নের মতো একটি বৈষম্যহীন ও শোষণ মুক্ত দেশ গঠন করতে পারিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিলাম, ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সর্বশেষ ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আরেকটি গণঅভ্যুত্থান সফল হয়। তবে, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। তিনি আরও বলেন, প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের একটাই দাবি ছিল—বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, মর্যাদাপূর্ণ, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে। জামায়াতে ইসলামী’র এই প্রার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ শোধ করতে চাইলে, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো, যারা মুখে স্বাধীনতার চেতনার কথা বলে, তারা আসলে তা অন্তরে ধারণ করে না। অতীতে যারা এই চেতনার কথা বলে আসছিল, তাদের অনেকেই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত ও সন্ত্রাসী হয়ে গেছে। মাসুদ সাঈদী বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা শুধু মুখে স্বাধীনতার কথা বলত, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল দুর্নীতিবাজ। জামায়াতে ইসলামী শুধুমাত্র মুখে স্বাধীনতার কথা বলে না, তারা তা অন্তরে ধারণ করে। যদি আমরা সবাই একসঙ্গে একত্রিত হতে পারি, তবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সৈনিকরা ও জুলাই যোদ্ধারা এই দেশের গর্বের সন্তান। তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে নতুন যোদ্ধা তৈরি হবে না। হাদির ওপর হামলা কোনো ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসাহাক আলী খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


প্রিন্ট