নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সম্প্রতি একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের গংগানগর গ্রামে এই খেলা আয়োজন করা হয়। জানা যায়, এই খেলায় গংগানগর গ্রামের অসংখ্য যুবক ও তরুণ অংশগ্রহণ করে। খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে গংগানগর গ্রামের প্রায় একশো যুবক ও তরুণের মধ্যে জার্সি বিতরণ করেন জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক। এই খেলায় বিবাহিত দলের সঙ্গে অবিবাহিত দলের প্রতিদ্বন্দ্বিতা হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অবিবাহিত দল জয়লাভ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. রমিজ উদ্দিন। তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয়রা জানায়, এ ধরনের আয়োজন যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।