বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসের উৎসবে বরিশালে সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত বিআইডব্লিউটিএ ঘাটে এই জাহাজটি উন্মুক্ত করে দেওয়া হয়। নির্ধারিত সময়ে দর্শনার্থীরা চার ঘণ্টা জাহাজের ভিতরে প্রবেশের অনুমতি পান। সকাল থেকেই যুদ্ধজাহাজটি দেখার জন্য মানুষের ঢল নামে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু, পরিবার ও বন্ধু-বান্ধবেরা জাহাজ পরিদর্শনে আসেন। কাছ থেকে জাহাজটি দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীরা অত্যন্ত চেতনার সঙ্গে অভিভূত হন। বরিশাল শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা বিধান মণ্ডল বলেন, সাধারণ মানুষ এ ধরনের জাহাজ দেখার সুযোগ খুবই কম। তাই বিজয় দিবসের মতো বিশেষ দিনে শিশুরা, নারী-পুরুষেরা এখানে আসছেন। রূপাতলী এলাকার এক অভিভাবক বলেন, শিশুদের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই জাহাজ দেখানো হচ্ছে। জাহাজটি পরিদর্শন করে আমরা খুবই খুশি। জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, ‘বানৌজা অদম্য’ সমুদ্রে আন্তঃ ও বহিঃশত্রু মোকাবিলায় সক্ষম। পাশাপাশি দেশের সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় জাহাজটি সর্বদা দায়িত্ব পালন করে চলেছে। তিনি আরও বলেন, সাধারণ জনগণের মধ্যে নৌবাহিনীর সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলাকালীন সময়ে জাহাজের দায়িত্বরত নৌসদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ও কার্যক্রমের বিস্তারিত ধারণা দেন।
প্রিন্ট





















