কক্সবাজারের পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর ভোর সাড়ে দশটার দিকে ০১৮৬৪৯০১৭৬৫ নম্বরের মোবাইল ফোন থেকে এক প্রতারকচক্র পুলিশ সুপারের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে পরিচয় দেয়। এই প্রতারকচক্র কক্সবাজারের কলাতলী রোডের হোটেল নিরিবিলি অর্কিডে থাকা আব্দুল্লাহ আল আমিনকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীকে ডাচ বাংলা ব্যাংকের ২৪৬১৫৮০০১০০২৭ নম্বর অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বলা হয়। এরপর তিনি ভয় পেয়ে ২ লাখ টাকা জমা দেন। পরে বিষয়টি সন্দেহ হলে তিনি পুলিশ সুপারের কাছে খবর দেন। তখনই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ সুপার কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের নির্দেশ দেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। তদন্তে জানা যায়, দীর্ঘদিন ধরে এই প্রতারকচক্র বিভিন্ন সরকারি কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় ডিবির এসআই মিল্টন দে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত দায়িত্ব পান ডিবির এসআই রঞ্জন বিশ্বাস। তদন্তে তথ্যপ্রযুক্তি ও দালিলিক প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অপকর্মের সাথে জড়িত সদস্যদের চিহ্নিত করা হয়। এরপর ১৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার মো. হুমায়ন কবির (৪৪) ও ঢাকা বাড্ডার সাগর আহম্মেদ (২৮)-কে গ্রেপ্তার করে। এছাড়া ১১ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।