রামুতে মিয়ানমারে পাচারের আগ্নেয়াস্ত্র ম্যাগাজিনসহ ৩ জন আটক
টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ২ প্রার্থী
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত
মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রামুতে মিয়ানমারে পাচারের আগ্নেয়াস্ত্র ম্যাগাজিনসহ ৩ জন আটক
- আপডেট সময় ৬ ঘন্টা আগে
- / ৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার রামু ইউনিয়নের জোয়ারিয়ানালা এলাকায় মিয়ানমারে অস্ত্র পাচারের জন্য ভারী আগ্নেয়াস্ত্রের ১৬ শ’ ম্যাগাজিনসহ তিনজন পাচারকারিকে পুলিশের হাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের এক সশস্ত্র দলের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছেন। আটকরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. শাহজাহান (২৫), একই ইউনিয়নের আশারতলী এলাকার মো. বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ (১৯) এবং ঘিলাতলী এলাকার এম এ সামাদের ছেলে আতিকুর রহমান (২৫)। ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকার একটি গোপন সংবাদে জানা যায় যে, মিয়ানমারে অস্ত্র ও গোলাবারুদ পাচার করার জন্য এক পরিবহন চলাচল করছে। সেই সংবাদের ভিত্তিতে চা-বাগান এলাকার আল-মদিনা নামের একটি খাবার রেস্তোরাঁর সামনে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে পুলিশের একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তিনি আরও বলেন, একপর্যায়ে চট্টগ্রাম থেকে আসা নাইক্ষ্যংছড়ি গামী একটি মিনিবাস তল্লাশি চৌকিতে পৌঁছালে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়। তখন গাড়িতে থাকা তিন সন্দেহভাজন ব্যক্তিরা পুলিশ দেখামাত্র দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে প্লাস্টিকের সাদা চটের ৩২টি ছোট ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো খুলে পাওয়া যায় ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার ১৬০০টি প্রসেস। এ সময় গাড়িটিও জব্দ করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, উদ্ধারকৃত ম্যাগাজিন প্রসেসগুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে এক সশস্ত্র দলের কাছে পাঠানোর জন্য নেওয়া হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রিন্ট




















