জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি সুজন হোসেন, যা আক্কেলপুর উপজেলার নর কাশিরা কুমিরপুর গ্রামের ওসমানের ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে একই উপজেলার পাইকর ডারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে চুরি করার অভিযোগে সুজনকে আটক করে স্থানীয়রা। এরপর ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। এই সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশের সঙ্গে নিয়ে তাকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। সকালে খবর ছড়িয়ে পড়ে যে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, তদন্ত চলছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।