ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল সারাদেশ
পত্রিকা অফিসে হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা: সালাহউদ্দিন আহমদ
‘অনেকে এসি রুমে বসে, ওমরের মতো শাসক হতে চায়’
মধ্যপ্রাচ্যে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবার শান্তি এনেছি: ট্রাম্প
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
লজ্জায় নিজেকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে হচ্ছে: প্রেস সচিব
ওসমান হাদির হত্যার প্রতিবাদে নওগাঁয় ছাত্র-জনতার কফিন মিছিল
সারাদেশে একাধিক হামলার নিন্দা জানিয়েছেন মাহফুজ আলম
হান্নান মাসউদকে হত্যার হুমকি
লিফট দুর্ঘটনায় মারা গেছে কেজিএফ পরিচালকের চার বছরের ছেলে
পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে দিপংকর শীল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে অভিযান চালিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। দিপংকর শীল ওই এলাকার বাসিন্দা ও উমেশ শীলের ছেলে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিজেকে ‘পল্লী চিকিৎসক’ হিসেবে পরিচয় দিয়ে অবৈধভাবে রোগীদের সেবা দিয়ে আসছিলেন তিনি। তার কাছে বৈধ চিকিৎসা সার্টিফিকেট না থাকলেও তিনি রোগীদের অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধের পরামর্শ দিতেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর আইনে, ২০১০-এর ২২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত এ দণ্ড প্রদান করেন। আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। অভিযানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ ও গলাচিপা থানার পুলিশ সদস্যরা। অভিযানের সময় কিছু স্থানীয় ব্যক্তি অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহায়তায় অভিযুক্তকে আটক করে আদালতে হাজির করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, দিপংকর শীল এর আগেও একই অপরাধে শাস্তি পেয়েছিলেন। আবারো একই অপরাধে দণ্ডিত হওয়ায় তাকে দুই দণ্ডই দেওয়া হয়। জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
প্রিন্ট
























