দিনাজপুরের কাহারোলে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ষাট জন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার নয়াবাদ পূর্ব গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, নয়াবাদ লেবু রায়ের মেয়ে সুইটি রানী রায়ের বিয়ের অনুষ্ঠানে খাবার পর হঠাৎ করে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে আশি জনকে কাহারোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রোগীদের স্বজনরা জানিয়েছেন, বীরগঞ্জ হাসপাতালে ভর্তির পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজন রোগী ভর্তি রয়েছেন। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, বিয়ের অনুষ্ঠানে খাবার পর হঠাৎ করে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।