, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সাতক্ষীরায় শিশু বিষয়ক সাংবাদিকতা নিয়ে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ১ বার পড়া হয়েছে

জাতি গঠনে শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই—এই বার্তা সামনে রেখে সাতক্ষীরায় চার দিনের শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন শুরু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার একটি ব্যক্তিগত রিসোর্টের প্রশিক্ষণ কক্ষে চার জেলার সাংবাদিকদের জন্য এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিশুদের ঝরে পড়া, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো কীভাবে দায়িত্বশীলভাবে মিডিয়ায় উপস্থাপন করা যায়, সেই বিষয়ে ধারণা দিতে এই আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আল আমিন সরকার। প্রধান প্রশিক্ষক ছিলেন গণমাধ্যমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও ‘সমষ্টি’ সংগঠনের নির্বাহী পরিচালক, পাশাপাশি চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুর জামান রনি। সরকারি ও বেসরকারি মোট আটটি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কর্মশালার সহযোগী অংশীদার। চার দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রধান প্রশিক্ষক মীর আত্তাকী মাসরুর জামান রনি বলেন, ‘শিশু বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সংবেদনশীল ও নৈতিক হতে হবে। ভুল বা অবগতিপূর্ণ প্রতিবেদন শিশুর ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই শিশুর পরিচয়, মর্যাদা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আল আমিন সরকার বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দেবে। শিশুদের সুরক্ষা, শিক্ষাদান ও মানসিক বিকাশ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিশু বিষয়ক সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয়, তবে তা রাষ্ট্রের নীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’ সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদির বলেন, ‘শিশুদের ঝরে পড়া রোধ, সহিংসতা প্রতিরোধ ও অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরও মানসম্পন্ন হবে, এই প্রত্যাশা আমাদের।’ অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, সিআইআরপি বি’র ড. জুবায়ের আলম, সিনারগোজের সাজিয়া আফরিন, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও ‘সমষ্টি’ সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শরীফুল্লাহ কায়সার সুমন, পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক এনায়েতুর রহমান, বরগুনার সিনিয়র সাংবাদিক মনির হোসেন কামাল ও সাতক্ষীরার সাংবাদিক আমিনা বিলকিস ময়না—all of them গুরুত্ব দেন শিশুর নৈতিকতা, সত্যতা ও সুরক্ষার ওপর। বরগুনার সাংবাদিক মুশফিক আরিফ বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের শিশুর বিষয়ক সংবাদ আরও দায়িত্বশীলভাবে লেখার উৎসাহ ও দিকনির্দেশনা দিচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ‘সমষ্টি’ সংগঠনের জাহিদুল আলম খান। পরবর্তী দিনগুলোতে শিশু আইন, শিশু অধিকার, নৈতিক সাংবাদিকতা ও মাঠের রিপোর্টিং বিষয়ক সেশন পরিচালিত হবে। সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, ‘আগামী দিনের বাংলাদেশকে শিশুর চোখ দিয়েই দেখতে হবে, আর সেই দায়িত্ব কাঁধে রয়েছে সাংবাদিকদের। সাতক্ষীরায় শুরু হওয়া এই প্রশিক্ষণ কেবল দক্ষতা বৃদ্ধির জন্য নয়, এটি শিশুদের অধিকার, সুরক্ষা ও সম্ভাবনাকে তুলে ধরার অঙ্গীকার। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিরাপদ শিশু, শক্তিশালী জাতি গঠন সম্ভব।’ বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘শিশু বিষয়ক সাংবাদিকতা কেবল একটি পত্রিকা বা রিপোর্টের বিষয় নয়, এটি সমাজের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা শিশুর ঝুঁকি, সম্ভাবনা ও অধিকার তুলে ধরলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সবচেয়ে বড় বিনিয়োগ হবে।’ বাগেরহাটের সাংবাদিক বাবুল সরদার বলেন, ‘শিশুদের ঝরেপড়া, সহিংসতা বা পানিতে ডুবে মৃত্যুর মতো বিষয়গুলো অনুসন্ধানী ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তথ্যভিত্তিক প্রতিবেদন, সচেতনতামূলক গল্প ও ইতিবাচক উদাহরণ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতায় অবদান রাখতে পারেন এবং শিশুর সুরক্ষায় কার্যকর পরিবর্তন আনতে পারেন।’ সাতক্ষীরার সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, ‘শিশু বিষয়ক সাংবাদিকতা কেবল সাধারণ বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও দেশের ভিত্তি গঠনের সঙ্গে সরাসরি যুক্ত। দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শিশুদের কথা তুলে ধরলে গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে।’


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় শিশু বিষয়ক সাংবাদিকতা নিয়ে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ৩ ঘন্টা আগে

জাতি গঠনে শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই—এই বার্তা সামনে রেখে সাতক্ষীরায় চার দিনের শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন শুরু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার একটি ব্যক্তিগত রিসোর্টের প্রশিক্ষণ কক্ষে চার জেলার সাংবাদিকদের জন্য এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিশুদের ঝরে পড়া, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো কীভাবে দায়িত্বশীলভাবে মিডিয়ায় উপস্থাপন করা যায়, সেই বিষয়ে ধারণা দিতে এই আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আল আমিন সরকার। প্রধান প্রশিক্ষক ছিলেন গণমাধ্যমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও ‘সমষ্টি’ সংগঠনের নির্বাহী পরিচালক, পাশাপাশি চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুর জামান রনি। সরকারি ও বেসরকারি মোট আটটি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কর্মশালার সহযোগী অংশীদার। চার দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রধান প্রশিক্ষক মীর আত্তাকী মাসরুর জামান রনি বলেন, ‘শিশু বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সংবেদনশীল ও নৈতিক হতে হবে। ভুল বা অবগতিপূর্ণ প্রতিবেদন শিশুর ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই শিশুর পরিচয়, মর্যাদা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আল আমিন সরকার বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দেবে। শিশুদের সুরক্ষা, শিক্ষাদান ও মানসিক বিকাশ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিশু বিষয়ক সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয়, তবে তা রাষ্ট্রের নীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’ সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদির বলেন, ‘শিশুদের ঝরে পড়া রোধ, সহিংসতা প্রতিরোধ ও অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরও মানসম্পন্ন হবে, এই প্রত্যাশা আমাদের।’ অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, সিআইআরপি বি’র ড. জুবায়ের আলম, সিনারগোজের সাজিয়া আফরিন, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও ‘সমষ্টি’ সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শরীফুল্লাহ কায়সার সুমন, পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক এনায়েতুর রহমান, বরগুনার সিনিয়র সাংবাদিক মনির হোসেন কামাল ও সাতক্ষীরার সাংবাদিক আমিনা বিলকিস ময়না—all of them গুরুত্ব দেন শিশুর নৈতিকতা, সত্যতা ও সুরক্ষার ওপর। বরগুনার সাংবাদিক মুশফিক আরিফ বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের শিশুর বিষয়ক সংবাদ আরও দায়িত্বশীলভাবে লেখার উৎসাহ ও দিকনির্দেশনা দিচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ‘সমষ্টি’ সংগঠনের জাহিদুল আলম খান। পরবর্তী দিনগুলোতে শিশু আইন, শিশু অধিকার, নৈতিক সাংবাদিকতা ও মাঠের রিপোর্টিং বিষয়ক সেশন পরিচালিত হবে। সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, ‘আগামী দিনের বাংলাদেশকে শিশুর চোখ দিয়েই দেখতে হবে, আর সেই দায়িত্ব কাঁধে রয়েছে সাংবাদিকদের। সাতক্ষীরায় শুরু হওয়া এই প্রশিক্ষণ কেবল দক্ষতা বৃদ্ধির জন্য নয়, এটি শিশুদের অধিকার, সুরক্ষা ও সম্ভাবনাকে তুলে ধরার অঙ্গীকার। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিরাপদ শিশু, শক্তিশালী জাতি গঠন সম্ভব।’ বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘শিশু বিষয়ক সাংবাদিকতা কেবল একটি পত্রিকা বা রিপোর্টের বিষয় নয়, এটি সমাজের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা শিশুর ঝুঁকি, সম্ভাবনা ও অধিকার তুলে ধরলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সবচেয়ে বড় বিনিয়োগ হবে।’ বাগেরহাটের সাংবাদিক বাবুল সরদার বলেন, ‘শিশুদের ঝরেপড়া, সহিংসতা বা পানিতে ডুবে মৃত্যুর মতো বিষয়গুলো অনুসন্ধানী ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তথ্যভিত্তিক প্রতিবেদন, সচেতনতামূলক গল্প ও ইতিবাচক উদাহরণ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতায় অবদান রাখতে পারেন এবং শিশুর সুরক্ষায় কার্যকর পরিবর্তন আনতে পারেন।’ সাতক্ষীরার সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, ‘শিশু বিষয়ক সাংবাদিকতা কেবল সাধারণ বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও দেশের ভিত্তি গঠনের সঙ্গে সরাসরি যুক্ত। দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শিশুদের কথা তুলে ধরলে গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে।’


প্রিন্ট