লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বাসভবনের দরজায় তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা শিশুকন্যা আয়েশা আক্তার সানজু (৮) পুড়ে মারা যায়। আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪) দগ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। বেলালের মা হাজেরা বেগম বলেন, আমি রাতে শুয়ে পড়ার সময় কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখেছি আমার ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বাইরে বেরিয়ে আসি। ঘরের দুই দরজায় তালা থাকায় আমি ভিতরে ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। তার স্ত্রী নাজমা দুই হাতে চার মাসের শিশু আবির হোসেন ও ছয় বছরের হাবিবকে নিয়ে বাইরে আসে। তিনি আরও বলেন, ঘরের এক কোণে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হলেও ছোট মেয়ে সানজু ঘরের ভিতরেই পুড়ে মারা গেছে। এতে বেলালও আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুই দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন লাগিয়েছে। তবে এ ঘটনার পেছনে কারা রয়েছে বা কারো সঙ্গে কোনো দ্বন্দ্বের বিষয় তিনি জানাতে পারেননি। লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে একজন শিশু মারা গেছে, আরও তিনজন দগ্ধ হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এটি কি পরিকল্পিত কোনো নাশকতা, নাকি অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে।