ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন সাগর মিয়া (৩৫)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই বাবু মিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানালেন, গুলিবিদ্ধ সাগর মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযান চালিয়ে শহর বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত কারা কারা রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিস্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল সাগর। এ সময় মুন্সেফপাড়া এলাকার ইমন, জসীমসহ তাদের দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।