, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • / ১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সামলাতে গিয়ে দা দিয়ে কোপের আঘাতে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাধির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক এবং বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারো তীব্র ঝগড়া শুরু হলে তা বন্ধ করতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষের হাতে ধারালো দা ছিল। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার ভাই তারেকের দিকে দা দিয়ে কোপ দিলে সেটি জান্নাত হোসেনের শরীরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে গজারিয়া হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এই ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, অভিযুক্ত দুই ভাই নেশাগ্রস্ত ছিলেন এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে মামাকেকে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ২ ঘন্টা আগে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সামলাতে গিয়ে দা দিয়ে কোপের আঘাতে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাধির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক এবং বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারো তীব্র ঝগড়া শুরু হলে তা বন্ধ করতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষের হাতে ধারালো দা ছিল। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার ভাই তারেকের দিকে দা দিয়ে কোপ দিলে সেটি জান্নাত হোসেনের শরীরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে গজারিয়া হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এই ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, অভিযুক্ত দুই ভাই নেশাগ্রস্ত ছিলেন এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে মামাকেকে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট