রাষ্ট্রীয় শোক দিবসে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে সংশয় ও নানা প্রশ্নের জন্ম হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে ‘ভুল’ হিসেবে ব্যাখ্যা করলেও সচেতন মহলের একাংশ বিষয়টি প্রশাসনিক অবহেলার ফল বলে মনে করছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ১৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানার জন্য গেলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী মো. পারভেজ ইসলাম জানান, এ বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (ফিনান্স) আরাফাত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকায় ভুলবশত নিরাপত্তা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেননি। তবে স্থানীয় জনগণের একাংশের ধারণা ভিন্ন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হওয়া এবং শহীদ হাদির মৃত্যুর ঘটনায় শোক পালনের জন্য প্রশাসনের অনীহার কারণেই রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা উত্তোলন করা হয়নি। এ বিষয়ে স্বচ্ছ তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। অন্যদিকে, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিষয়টি সামনে আসার পর দ্রুত দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। পাশাপাশি, আমি একটি কনফারেন্সে অংশগ্রহণে ব্যস্ত থাকায় ক্যাম্পাসে ছিলাম না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিই পতাকা উত্তোলনের। এরপরই, দুপুর ২টা ৪৫ মিনিটে পতাকা উত্তোলন সম্পন্ন হয়। তিনি আরও বলেন, আগামী ২৮ তারিখ বিশ্ববিদ্যালয় খুললে, ওই দিন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হবে।