, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

হাদির হত্যার বিচার চেয়ে ঝালকাঠিতে নৌ-সড়ক পথ বন্ধের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১২ ঘন্টা আগে
  • / ৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর তার রুহের মাগফিরাত কামনায় নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া, আগামী রোববার ভোর থেকে বরিশাল-খুলনা নৌ ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গায়েবানা জানাজা শেষে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজার পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন। তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার মূল দুই আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে। তাদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে সরকার যদি কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ না করে, তবে রোববার ভোর থেকে বরিশাল-খুলনা নৌ ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হবে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না বলেন, এ ঘটনায় যদি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে দক্ষিণাঞ্চলের মানুষ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

হাদির হত্যার বিচার চেয়ে ঝালকাঠিতে নৌ-সড়ক পথ বন্ধের হুঁশিয়ারি

আপডেট সময় ১২ ঘন্টা আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর তার রুহের মাগফিরাত কামনায় নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া, আগামী রোববার ভোর থেকে বরিশাল-খুলনা নৌ ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গায়েবানা জানাজা শেষে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজার পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন। তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার মূল দুই আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে। তাদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে সরকার যদি কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ না করে, তবে রোববার ভোর থেকে বরিশাল-খুলনা নৌ ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হবে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না বলেন, এ ঘটনায় যদি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে দক্ষিণাঞ্চলের মানুষ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


প্রিন্ট