নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ডিমবাহী ভ্যানগাড়ি চালক মো. রুস্তম আলী (৪০) নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ভ্যান চালক মো. রুস্তম আলী পাঁচদোনার আড়ত থেকে ডিম বোঝাই করে ঘোড়াশাল যাচ্ছিলেন। একটার দিকে সাকুরার মোড়ে পৌঁছানোর সময় সামনে থেকে আসা দ্রুতগামী ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রামট্রাকটি ওই ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুস্তমের মৃত্যু হয়। পাশাপাশি ডিমবাহী ভ্যানগাড়িটিও ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন এ ঘটনা মাধবদী থানায় জানালে উপপরিদর্শক শাহীন সরকার ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার দেহ শনাক্ত করেন। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার বলেন, ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও চাপায় ভ্যানচালক রুস্তমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।