সুদানে নিহত ৬ সেনার জানাজা সম্পন্ন
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা সম্পর্কে যা জানালো পুলিশ
বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র- সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা
খুনিরা পার পেয়ে গেলে আপনার আমার কারো জীবন নিরাপদ থাকবে না: জামায়াত আমির
স্বর্ণকাণ্ডে গ্রেপ্তার অভিনেত্রীর মুক্তির আবেদন নাকচ
টেকনাফে আদিবাসী যুবককে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিন মরদেহ উদ্ধার
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে ডুবে যাওয়ার ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরীর মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ। স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকার থেকে ফেরিটি ছাড়ে। হঠাৎ মাঝনদীতে ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেল, দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি সহ পানিতে ডুবে যায়। বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলী ঘাটের পূর্বপাশ থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। হঠাৎ মাঝনদীতে ট্রাকটি চালু হয়ে যায়। এই সময় পাঁচটি যানবাহন পানিতে ডুবে যায়। ঘটনার পর ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে ডুবে যায়। এ ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আপাতত উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। যদি কেউ নিখোঁজ থাকেন, তাহলে রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো খুঁজে বের করার কাজ শুরু হবে।
প্রিন্ট
























