সুদানে নিহত ৬ সেনার জানাজা সম্পন্ন
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা সম্পর্কে যা জানালো পুলিশ
বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র- সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা
খুনিরা পার পেয়ে গেলে আপনার আমার কারো জীবন নিরাপদ থাকবে না: জামায়াত আমির
স্বর্ণকাণ্ডে গ্রেপ্তার অভিনেত্রীর মুক্তির আবেদন নাকচ
টেকনাফে আদিবাসী যুবককে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের ১৬ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
নওগাঁয় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বর্তমানে ১৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্তরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতৃবৃন্দ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সদর উপজেলার মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), আরমান খান পলিন (৩৪), মেহেদী হাসান নিরব (২৮), রেজাউল হক (৭২) ও হাসান (৪৫); রাণীনগর উপজেলার জাহাঙ্গীর আলম (৬৩), আব্দুল কাদের (৬০) ও রাফি হাসান (২৫); আত্রাই উপজেলার আয়েত আলী (৫৬); মহাদেবপুর উপজেলার রফিকুল ইসলাম (৪২) ও মমতাজ উদ্দিন (৫৫); পত্নীতলা উপজেলার মিজানুর রহমান (৪০) ও মতিবুল ইসলাম (৫৪); মান্দা উপজেলার জোতিরঞ্জন অধিকারী (৪৬); পোরশা উপজেলার ছয়ফুল ইসলাম (৪২) ও নিয়ামতপুর উপজেলার মোসলেম প্রধান (৪১)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার পুলিশের উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালিত হচ্ছে। শনিবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনায় ১৬ জন আওয়ামী লীগ নেতা ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় নওগাঁয় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত আওয়ামী লীগের এই ১৬ নেতাসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বিভিন্ন মামলার আসামী ও পরোয়ানাভুক্ত রয়েছে। জেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট
























