বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ
শরীয়তপুরে যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর হামলা
দলীয় প্রার্থীর প্রচারে থেকেও মনোনয়নপত্র নিলেন সাক্কু
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন
শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২
নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
- আপডেট সময় ২ ঘন্টা আগে
- / ১ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা সীমান্তে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার জন্য সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যকে গ্রেফতার করেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের পিলার ১ এর ৭ নম্বর পিলারের কাছাকাছি ডাঙ্গাপাড়া এলাকায় বিএসএফ সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল। তার সদস্য নং ২১৩৬০০১৭৮। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফ সদস্য বেদ প্রকাশ শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে টহলরত রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান বলেন, এই বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটককৃত বিএসএফ সদস্য সুস্থ অবস্থায় বিজিবি ক্যাম্পে রয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
প্রিন্ট




















