পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত
শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি
ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি
জামিন পেলেন মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নান
গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি
টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ
আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
ভারতকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান
হাদির হত্যাকারী সম্পর্কে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই
জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ
- আপডেট সময় ২ ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলীয় প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক আলোচনা সভায় এই শপথ নেওয়া হয়। ইউকের আন্তর্জাতিক উন্নয়ন ও গণতন্ত্রের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, টাঙ্গাইল এই সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, স্থানীয় নেতাকর্মী, সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনী সময় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করা এবং সহিংসতা এড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামী প্রার্থী আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মাসুদুর রহমান রাসেল। সভায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি গোপন রাজনীতিতে বিশ্বাস করে না। দল যা বলে তা প্রকাশ্যে বলে এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। ভুল হলে তা সংশোধন করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির সংস্কৃতি। তিনি টাঙ্গাইলকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যানজট, ময়লা-আবর্জনা ও নগর ব্যবস্থাপনার বিশৃঙ্খলা দূর করে টাঙ্গাইলকে নতুন করে সাজাতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। নির্বাচনে জেতা হোক বা না হোক, জনস্বার্থে প্রার্থীর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সম্প্রীতি সংলাপের পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় জেলা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট


























