লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে আঙ্গরপোতা সীমান্ত দিয়ে প্রবেশ করা এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয় বিজিবির পক্ষ থেকে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তিন বিঘা করিডোর সংলগ্ন এমপি-৮১২ নম্বর এলাকায় এই আনুষ্ঠানিক আদানপ্রদান সম্পন্ন হয়। এর আগে ভোর ৫টার দিকে বিজিবি তারেকের হাতে ওই বিএসএফ সদস্যকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের আনুমানিক ৫টার সময় আঙ্গরপোতা বিওপির ডাংগাপাড়া এলাকার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে কুয়াশার মধ্যে এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এই সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে বাধা দেয়। আটক ব্যক্তির নাম কনস্টেবল বেদ প্রকাশ, যিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাকে তার অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়। ঘটনার পর বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং আটক সদস্যকে ফেরত দেয়ার অনুরোধ জানায়। এ সংক্রান্ত নীতিমালা অনুয়ায়ী দুপুর ২টা ৪৫ মিনিটে তিন বিঘা করিডোর সংলগ্ন এমপি-৮১২ এলাকায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সদস্যকে ফেরত দেওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ঘটনা নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ৫১ বিজিবি। রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল দীন বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য প্রয়োজনীয় কৌশলগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”