চূড়ান্ত কলব্যাক নোটিশের মেয়াদ শেষ হওয়ার পরও বগুড়ার আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের এক টাকাও জমা দেয়নি। সর্বশেষ, ৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের নামে ইসলামী ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক স্বাক্ষরিত চূড়ান্ত কলব্যাক নোটিশ দেওয়া হয়। এতে ১৮ ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের পুরো টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। তবে তিনদিন অতিবাহিত হলেও ব্যাংকের পক্ষ থেকে কোনও অর্থ জমা পড়েনি বলে জানা গেছে। নোটিশে আরও বলা হয়, লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরও ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধে অবহেলা করছে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, আমেরিকায় পলাতক আফাকুরের ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাহজাহানের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণ পুনঃতফসিলের চেষ্টা চালানো হয়। এই বিষয়টি বর্তমানে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন। পুলিশ বিশেষ শাখার (এসবি) প্রতিবেদন বলছে, আফাকুরের ব্যবস্থাপনা পরিচালক গত বছরের ১৯ আগস্ট থেকে আমেরিকায় পলাতক। তবে, ব্যাংকে জমা দেওয়া রেজুলেশনে তার পলাতক অবস্থায় ১ ডিসেম্বরের সভায় উপস্থিত থাকার বিষয়টি দেখানো হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের বগুড়ার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবাল বলেন, আদালতের নির্দেশনা তারা হাতে পেয়েছেন। ইতিমধ্যে, তা অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সব কার্যক্রম চলমান। অন্যদিকে, ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ব্যবস্থাপক সুলতান মাহমুদ জানান, আইনত বাধা থাকায় কিছু করার সুযোগ নেই। সব বিষয় নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।