লক্ষ্মীপুরে গভীর রাতে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার দুই বোন, আর আহত অবস্থায় রয়েছেন তাদের বাবা বেলাল হোসেন, যিনি স্থানীয় বিএনপি নেতৃ। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায়। নিহত আয়েশা আক্তার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার দুই বোন সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বীথি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। ডাক্তারেরা জানিয়েছেন, স্মৃতির দহন হয়েছে প্রায় ৮০ শতাংশ এবং বীথির ৩০ শতাংশ। পারিবারিক ও স্থানীয় সূত্র অনুযায়ী, ঘটনার রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে টিনশেড ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘরের চারপাশে আগুনের শিখা ছড়িয়ে পড়লে তারা জেগে ওঠেন। বের হওয়ার চেষ্টা করলে দেখা যায়, বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগানো। পরে কৌশলে দরজা খোলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বের হতে পারলেও আট বছরের আয়েশা খাটের নিচে লুকিয়ে থাকায় বের হতে পারেনি। আগুনে পুড়ে তার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। দগ্ধ অবস্থায় স্মৃতি ও বীথি ঘর থেকে বের হয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই বোনকে ঢাকায় পাঠানো হয়। অগ্নিকাণ্ডে ঘরসহ সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার আবু তারেক জানান, প্রাথমিক তদন্তে আগুন লাগানোর ঘটনায় দুর্বৃত্তায়ন বা মবের কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পেট্রোল ঢেলে আগুন লাগানোর বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। পরিবারকে মামলা করতে বলা হলেও তারা এখনও কোনো মামলা করেনি। তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে রাত ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে এসে বেলালের সঙ্গে কথা বলেন।