গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে টেপিরবাড়ি গ্রামে ডা. বাচ্চুর নিজ বাসভবনে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম এবং তেলিহাটি গ্রামের আব্দুল মালেকের নেতৃত্বে নারীরা ও পুরুষেরা একত্রে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের যোগদান সম্পন্ন করেন। বিএনপিতে নতুন যোগদানকারীদের উদ্দেশ্যে ডা. বাচ্চু বলেন, দেশের পরিস্থিতি গণতান্ত্রিক সংকটের মধ্যে রয়েছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপিই জনগণের আস্থা ও ভরসার শেষ আশ্রয়। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের এই যোগদান ভবিষ্যতে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনকে আরও শক্তিশালী করবে। যোগদানকারীদের একজন তেলিহাটি গ্রামের আব্দুল মালেক উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা বিশ্বাস করে থাকেন। পাশাপাশি গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর মানবিক নেতৃত্বের প্রেরণায় তারা বিএনপির প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল ইসলাম, আলম শেখ, জহিরুল ইসলাম, রুহুল আমিন তোতাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।