নওগাঁর পত্নীতলা উপজেলায় সনজিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এনএসআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির।
এ সময় ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার না হওয়া সত্ত্বেও চিকিৎসা প্রদান এবং নিজেকে ডাক্তার পরিচয়ে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে সনজিত কুমারকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চিকিৎসা-সংক্রান্ত মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মা ও শিশু চিকিৎসক রতন কুমারকে ৫০ হাজার টাকা এবং নজিপুর ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির বলেন, “রোগীদের জীবন নিয়ে কাউকে খেলা করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযান চলাকালে এনএসআই-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।