খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনা ঘটায় যশোর বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। পরে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে ভর্তি হন। বিজিবি জানিয়েছে, এই গুলির সঙ্গে জড়িতরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্যদের মোতায়েনের পাশাপাশি কাঁটাতারের বাইরে থাকা সীমান্ত এলাকাগুলোও সিলগালা করে দেওয়া হয়েছে। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তের প্রতিটি পয়েন্টে সর্বোচ্চ সতর্কতা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। খুলনায় গুলির ঘটনায় জড়িতদের যেন কোনওভাবে সীমান্তপথে পালানোর সুযোগ না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।