টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগিতার সময় সংঘর্ষে তিনজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সখীপুর-মির্জাপুর রাস্তায় বেলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন দশম শ্রেণীর ছাত্র। মৃতরা হলো—কালিদাস পানাউল্লাহপাড়া মোহাম্মদ আলীর ছেলে আবীর (১৬), মাঈন উদ্দিনের ছেলে লিখন (১৬), এবং কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের রউফ খা’র ছেলে সাব্বির (১৮)। আহত মাজিদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বন্ধুরা বনাঞ্চলের রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।