খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
- আপডেট সময় ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৪৯ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলার মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের ব্যানারে, আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। বক্তারা আরও বলেন, মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে দলিলগুলো সম্পাদন করেছেন, সেগুলো নিয়মবহির্ভূত। তাই মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান তারা।
বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা করে তাদের অন্যায় ও অনিয়ম ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব দুষ্কৃতিকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায়-অনিয়ম যেমন বাড়বে, তেমনি সাংবাদিকরাও আরও হুমকির মুখে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের নানা দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হামলা চালায় দলিল লেখক চক্রের কিছু সন্ত্রাসী। এসময় তারা সাংবাদিক এ.কে সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়। একই দিন সকাল দশটায় মহাদেবপুর মাছ চত্বর ও পত্নীতলার নজিপুরে একই দাবিতে সাংবাদিকরা মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন।
প্রিন্ট















