









কটিয়াদীতে অটোরিকশাচালকের মৃত্যু: ওসিসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা

- আপডেট সময় ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের নির্যাতনে অটোরিকশাচালক ইয়াসিন মিয়া (৪০) নিহত হওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইয়াসিনের মেয়ে মরিয়ম আক্তার এ মামলা দায়ের করেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন ওসি তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, মস্তফা মিয়া, নাহিদ হাসান এবং কনস্টেবল আশরাফুল ইসলাম।
মামলার আরজিতে মরিয়ম উল্লেখ করেন, গত ৬ জানুয়ারি তাঁর বাবা পাওনা টাকা চাইতে চরঝাকালিয়া গ্রামে গেলে পুলিশের অভিযানের সময় তাঁকে নির্যাতন করা হয়। পুলিশের এসআই কামাল হোসেন বাবার গলায় পায়ের বুট চাপিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। ইয়াসিনের মৃত্যুর ঘটনায় এর আগে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
এদিকে, অভিযুক্ত ওসি তরিকুল ইসলাম দাবি করেন, এটি এখনো মামলা নয়, আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন। পুলিশের দাবি, অভিযানের সময় দৌড়ানোর ফলে ইয়াসিন অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে পরিবার শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে আসছে।
প্রিন্ট