মোতাহার হোসেন পিলখানা হত্যাকাণ্ড: মিথ্যা মামলায় ১৬ বছর কারাবাসের পর মুক্তি। স্ত্রী ববি আক্তারের দীর্ঘ সংগ্রাম ও বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের দাবি জানুন।
দীর্ঘ ১৬ বছর কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন মোতাহার হোসেন, যিনি পিলখানা হত্যাকাণ্ড মামলার একজন নির্দোষ আসামি ছিলেন। মাত্র ছয় মাসের চাকরিজীবনের পর জীবন বদলে যায় তার। বিয়ের তিন দিনের সংসারের পরে কর্মস্থলে ফিরে গিয়ে তাকে মিথ্যা মামলায় আটক হতে হয়।
তার স্ত্রী ববি আক্তার বলেন, "বিয়ের মাত্র তিন দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকেই আমি অপেক্ষা করছি। দিন পেরিয়ে বছর, বছর পেরিয়ে দশক। অবশেষে আজ ১৬ বছর পর তাকে ফিরে পেলাম। এই আনন্দের কোনো তুলনা নেই।"
মোতাহার হোসেন মুক্তির পর বলেন, "আমি সম্পূর্ণ নির্দোষ। মিথ্যা মামলায় আমাকে ১৬ বছর কারাগারে কাটাতে হয়েছে। সঠিক বিচার হলে আমার জীবন এভাবে নষ্ট হতো না। মায়ের কোলে ফিরে আসার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে এখনও একটি চিন্তা আমাকে তাড়া করছে, আগামী ১০ তারিখে আবার কোর্টে হাজিরা দিতে হবে। এটি একটি প্রহসনের মামলা।"
তিনি আরও বলেন, "আমাদের অনেক নিরপরাধ সহকর্মী এখনও কারাগারে দিন কাটাচ্ছেন। তাদেরও মুক্তি পাওয়া উচিত। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমি আজ মুক্ত। তবে এখনো জানি না, আর কত দিন এ হয়রানি চলবে।"
মোতাহার হোসেনের মতো অনেক সাবেক বিডিআর সদস্য আজও মিথ্যা মামলার বোঝা নিয়ে কারাগারে দিন কাটাচ্ছেন। ন্যায়বিচার এবং তাদের মুক্তি নিশ্চিত করা সরকারের প্রতি নাগরিকদের প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে।