ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকলেও তার সঠিক সম্পদ অর্জনের উৎস জানতেই দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত শুনানি শেষে মতিউর রহমানকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এসময় আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তাকে তদন্তের জন্য পেছনের দরজা দিয়ে সুরক্ষিতভাবে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করার নির্দেশ দেয়।
এনবিআরের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি তিনটি মামলা দায়ের করা হয়, যেখানে তার পরিবারের সদস্যরাও অভিযুক্ত। তার স্ত্রী ও মেয়ে অভিযোগের মধ্যে পড়ে, যেখানে ৫৩ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।
গত ১৪ জানুয়ারি গ্রেপ্তারের পর, তিনি অস্ত্র আইনে তিন দিনের রিমান্ডে ছিলেন। বর্তমানে তদন্তের মধ্যে দিয়ে তার সম্পদের সঠিক তথ্য বের করার চেষ্টা চলছে। তবে, দুদক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এখন তার আসল সম্পদের উৎস ও পরিবারের জড়িততার দিকে।
পুলিশ এবং দুদক আশাবাদী যে, এই জিজ্ঞাসাবাদ তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করবে।